ওয়ার্ল্ড ডায়াবেটস ডে’ উপলক্ষে, বিনামূল্যে শতাধিক গ্রামীণ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নির্ধারণ করলো রুশো

News

সোশ্যাল বার্তা:  ‘ওয়ার্ল্ড ডায়াবেটস ডে’ উপলক্ষে, বিনামূল্যে শতাধিক গ্রামীণ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নির্ধারণ করলো রুশো সংস্থা। উত্তর চব্বিশ পরগনার দৌলতপুরে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যে সকল মানুষের ডায়াবেটস নির্ণয় হয়েছে, তাদের সঠিক খাদ্যাভাস ও জীবনযাত্রা সম্পর্কেও অবহিত করা হয়। একই সাথে ডায়াবেটস এ আক্রান্তদের বিনাব্যয়ে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

রুশো সংস্থার এই উদ্যোগে গ্রামীণ মানুষেরা অত্যন্ত উপকৃত। সংস্থার পক্ষ থেকে কৃষ্ণ বিশ্বাস ও শুভম সুর বলেন, জেলার গ্রামীণ এলাকায়, আগামীতে এরকম আরও স্বাস্থ্য শিবির আয়োজিত হবে।

Leave a Reply