রাস উপলক্ষ্যে শ্যামবাজার রাস উৎসব কমিটির এবারের বিষয় অমৃতসরের স্বর্ণমন্দির

News

মলয় দে নদীয়া:- দূর্গা পূজার পর থেকেই জগদ্বিখ্যাত শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে বিভিন্ন বিগ্রহ বাড়ি এবং বারোয়ারি পুজো কমিটি সক্রিয় হয়ে পড়ে। কোভিদ পরিস্থিতির মধ্যে অর্থনীতি যোগাযোগ এবং অন্যান্য বিষয়ে নানান বাধা থাকলেও ঐতিহ্য ধরে রাখতে সকলেই মরিয়া। শ্যামবাজার রাস উৎসব কমিটি এবছর 86 বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছর এই নানান আকর্ষণীয় মণ্ডপসজ্জায় আকৃষ্ট করে দর্শনার্থীদের। এবছর তারা অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করতে চলেছেন। বাজেটের কথা না বললেও পুজো উদ্যোক্তারা জানান কোভিদ পরিস্থিতির কথা মাথায় রেখে মোট 11300 স্কয়ার ফিট এর মধ্যে 9600 স্কয়ার ফিট তারা খোলা রাখছেন দর্শনার্থীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে প্রতিমা এবং মণ্ডপসজ্জা দেখার উদ্দেশ্যে। দর্শনার্থীদের ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক, তবে একান্তই যদি কেউ না নিয়ে এসে থাকেন তাহলে কর্তৃপক্ষ তা বিনামূল্যে প্রদান করবে বলেই জানা যায়। এখানে পূজিত হন দেব নারায়ন মূর্তি যা তৈরি করেছেন সৌরাজ পাল এবং মূল মণ্ডপ নির্মাণ করছেন চাকদার মিত্র ডেকোরেটার্স। মূল মন্ডপের চারিপাশে বিরাট আকার জলাধার স্থায়ীভাবে নির্মাণ করতে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির কারণে। তবে পূজো হয়ে গেলে এলাকার মাঠ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে সজাগ এবং সচেষ্ট থাকবেন বলেই জানান পুজো উদ্যোক্তারা।

Leave a Reply