বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ! বাংলাদেশের যশোর থেকে সাইকেল রেলি পৌঁছল নদীয়ায়

News

অঞ্জন শুকুল,নদীয়া: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। মুক্তিযুদ্ধের লড়াইয়ে এদেশের বীর সেনাদের ভূমিকা অনস্বীকার্য। পড়শী দেশের স্বাধীনতার স্মৃতি রোমন্থন করতে আজ এক বর্ণাঢ্য সাইকেল রেলি আয়োজিত হয় বাংলাদেশের যশোর থেকে গত ১৫ ই নভেম্বর এর সূচনা হয় আজ রাতে এসে পৌঁছায় জিরো পয়েন্টে  ।সেখানে রেলিতে অংশগ্রহণকারি সেনা জওয়ানদের স্বাগত জানান ব্রিগেডিয়ার সতীশ ত্রিবেদী বিএসএফের কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার প্রীতি সিং প্রমুখ ।পরে রেলিটি বর্ডার রোড ধরে কৃষ্ণনগরে যায়।

এই উপলক্ষে গেদেই বি এস এফের উদ্দোগে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। যার আয়োজক ছিল বিএসএফে এর ৫৪ নম্বর ব্যাটেলিয়ান। আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরায় ছিল এদিনের অনুষ্ঠানে মূল লক্ষ্য।দুই দেশের সেনাবাহিনীর জোয়ানদের মেল বন্ধনে অনুষ্ঠানে এলাকাবাসী মুখরিত হয়ে ওঠে ।বি এস এফের জোয়ানদের ভাঙরা নাচের অনুষ্ঠানের সকলেই প্রশংসা করেন ।

Leave a Reply