জলাশয়ের ধারে ছট পুজোর প্রথম সূর্য প্রণাম শুরু

News

মলয় দে নদীয়া;- পেশাভিত্তিক হোক বংশপরম্পরায় হিন্দি বলয় থেকে বহু আগে এ রাজ্যে বাস করার সুবাদে বর্তমানে বাঙালি হয়ে গেলেও তাদের প্রধান উৎসব ছট পূজা। বিপত্তারিণী, কালীপুজো রাস লক্ষ্মীপূজো সহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান তাদের মধ্যে লক্ষ্য করা গেলেও বাড়তি উন্মাদনা যোগায় এই ছট পূজাতে। চারদিন সম্পূর্ণ নিরামিষ আহার করে এবং পুজোর আগে পর্যন্ত উপষ থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে দেখা যায় এই পুজোয়। এই উপলক্ষে ঘর গোছানো বিভিন্ন খাদ্য সামগ্রী রন্ধন বাড়ী ঘরদোর পরিষ্কার, আলপনা অংকন নানান উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নানা বিধ আস্ত ফল, বিশেষ ধরনের পিঠা ঠেকুয়া কুলো ডালায় সাজিয়ে, বাজনা সহ করে জলাধারে সূর্যদেবের প্রণাম এর উদ্দেশ্যে পৌঁছান তারা। ঈশ্বররুপী সর্বশক্তিমান সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে প্রদীপ জ্বালিয়ে ফিরে আসেন আজকের মতন। এরপর আগামীকাল সকালে সূর্যদেবকে পাটে ওঠার আগে, এভাবেই পুজো দিয়ে সমস্ত ফলপাকুড় এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রসাদ হিসাবে বিতরণ করে থাকেন।

দীর্ঘ চারদিন নিরামিষ খাওয়ার পরে, আগামীকাল আঁশমুক্ত হওয়ার উদ্দেশ্যে, আমিষ খাওয়ার রীতি প্রচলিত।

Leave a Reply