শহীদ মাতঙ্গিনী ব্লক এর চাঠড়া কুঞ্জা রানি বানি মন্দির প্রাঙ্গণে খো খো প্রশিক্ষণকেন্দ্র

News

পূর্ব মেদিনীপুর : ক্রীড়া জগতের একটি প্রচলিত শব্দ..
সুস্থ দেহ, সতেজ মন,
খো খো খেলো কিছুক্ষণ।

জীবন গড়ার,
প্রথম পাঠ,
শিশুর চাই,
খেলার মাঠ।
এই শব্দ গুলোর উপরে দাঁড়িয়েই শুভ উদ্বোধন ঘটলো খো খো প্রশিক্ষণ কেন্দ্রের। মাতঙ্গিনী স্পোর্টস এন্ড কালচারাল একাডেমীর উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের শহীদ মাতঙ্গিনী ব্লক এর চাঠড়া কুঞ্জা রানি বানি মন্দির প্রাঙ্গণে নিয়মিত শরীরচর্চার কেন্দ্র গড়ে উঠলো। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুধীর জানা, চিন্ময় জানা, সেক আতাউল্লা, নির্মাল্য মান্না, তাপস মিশ্ররা।এরাই আগামী দিনে সারা বছর ধরে প্রশিক্ষকের কাজ করে যাবেন।

এই খো খো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপস্থিত মাতঙ্গিনী স্পোর্টস এন্ড কালচারাল একাডেমীর সাধারণ সম্পাদক সৌভিক কর ছিলেন ঘটালেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী কাজল আলী মহাশয় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লুক -২ অঞ্চল প্রধান ও এই একাডেমির সভাপতি উত্তম বর্মন মহাশয় । বিশিষ্ট সমাজসেবী আবেদ মল্লিক মহাশয় একই সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি অবনীন্দ্রনাথ দাস মহাশয় ও একাডেমির ৫০ জন বালক ও বালিকা খেলোয়াড়রা।

Leave a Reply