সোশ্যাল বার্তা : সাধারণ মানুষের রক্তের প্রয়োজনে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন সেই সঙ্গে ছিলো রক্তদানের প্রবল ইচ্ছা কিন্তু ওজন কম থাকার কারনে বারবার ব্লাড ব্যাংকে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে!
৮ইজুন তার জন্মদিন,ইচ্ছা ছিল এই বছর নিজের জন্মদিনে সে রক্তদান করবেই! নদীয়া জেলার কৃষ্ণনগরে “আমরা সবাই রাজা” নামক সেবামূলক সংগঠনের সম্পাদিকা “সুস্মিতা পাল” জন্মদিনটিতেই হলো রক্তদান শিবির।
সুস্মিতা জানান “রক্তদান শিবিরের মধ্যে দিয়ে জন্মদিন পালন করতে চাই, তাই সেই বিষয়ে কথা হয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্ত নিয়ে কাজ করা সংগঠন কৃষ্ণনগরের প্রচেষ্টার সম্পাদক সুদীপ্ত ভৌমিক এর সাথে! সেই মত এই রক্তদান শিবির”।
৮ই জুন জন্মদিনে একটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে সান্ধ্যকালীন রক্তদান শিবির হলো নদীয়ার কৃষ্ণনগর মল্লিক পাড়া বারোয়ারী কাছে। বাসটি দাঁড় করিয়ে বাসের সামনে কেক কেটে উদযাপিত হয় সুস্মিতার জন্মদিন! অনেকেই উপস্থিত ছিলেন সেই অনন্য অনুষ্ঠানে! কেক কাটার পর একে একে রক্তদাতারা রক্ত দান করেন!উপস্থিত ছিলেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বহু উৎকণ্ঠার পর জীবনে প্রথমবার রক্তদান করেন সুস্মিতা পাল স্বয়ং!
রক্তদান শিবিরটিতে বেশকিছু মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল নজরকাড়া!জন্মদিনে এত সুন্দর একটি রক্তদান শিবিরের আয়োজনে সে নিজেও আপ্লুত!