মলয় দে নদীয়া:- নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে করোনা জনিত পরিস্থিতিতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য ‘দুয়ারে উমা’ নামে একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। কল্যাণীতে এই পুলিশ জেলার উদ্যোগে একটি পুজো গাইড ম্যাপ এবং অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস জানান, বড় বড় পূজো মন্ডপ গুলির ভিডিও রেকর্ডিং করে তা বয়স্ক নাগরিকদের দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, পুজোর দিন গুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি অস্থায়ীভাবে অতিরিক্ত ৪০০ হোমগার্ড মোতায়েন করা হবে। বিভিন্ন থানা এলাকায় বারোটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রাখা হচ্ছে। প্রতিটি পুজো কমিটিকে সরকারি নির্দেশ এবং কোভিড প্রটোকল মেনে পুজো করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।