সদ্য মা হয়েছেন ছবি দাস ! কালী পুজোর রাতেই দইয়ের বাজার থেকে কৃষ্ণনগর এসে রক্ত দিলেন সমীর

News

সোশ্যাল বার্তা: গতকাল ছিল আলোর উৎসবের দিন অর্থাৎ কালীপুজো। আর এই উৎসবের রাতে এবি পজেটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়ে নদীয়া জলার কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্য মা হওয়া ছবি দাসের। জানা যায় ছবি দাসের স্বামী রক্তের খোঁজে কার্যত দেশেহারা হয়ে পড়েন। উৎসবের মরসুমে ব্লাড ডোনেশন ক্যাম্প খুব কম হচ্ছে। ফলে ব্লাডব্যাংক কার্যত রক্ত শূন্য হয়ে পড়েছে।

ফুটফুটে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। গতকাল রাতেই কৃষ্ণনগরের বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার অন্যতম সক্রিয় সদস্য চাপড়ার রজত এর কাছে যখনই খবরটি পৌঁছায়, তখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। কালবিলম্ব না করে প্রচেষ্টার পক্ষ থেকে রক্তের ডোনার খোঁজার পালা শুরু হয়ে যায়।

রজত এবং প্রচেষ্টার সম্পাদক সুমনের সক্রিয়তায় দৈয়ের বাজার থেকে রক্ত দিতে ছুটে আসেন সমীর মন্ডল নামে এক যুবক। শক্তিনগর ব্লাড ব্যাংকের কর্মীদের অতি সক্রিয়তা খুব কম সময়ের মধ্যে এই রক্তদান প্রক্রিয়া সম্পন্ন করে রক্তটি সদর হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন।
দীপাবলি সেরা উপহার এর থেকে আর কি হতে পারে?

এই প্রসঙ্গে প্রচেষ্টা গ্রুপের সম্পাদক সুমন ভৌমিক জানান “আমাদের সদস্যরা দিনরাত মানবসেবায় নিয়োজিত তাই মানুষের সাথে মানুষের পাশে সদাসর্বদা প্রচেষ্টা।”

রক্তদাতার সমীর মণ্ডল জানান “এটা তেমন কিছু নয় একজন নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছে মাত্র”

Leave a Reply