দেবু সিংহ, মালদা: মন্ডপে ঢুকলে এক ঝলকে দেখে মনে হবে যেন মুখোশের রাজ্যে চলে এসেছি। ভারতের নানা রাজ্যে সহ পৃথিবীর বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মুখোশের সম্ভার এবার দেখা গেল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। এবার এদের পুজোর থিম হারিয়ে যাওয়া মুখোশ শিল্প। হাটখোলা সার্বজনীন দুর্গাপূজার থিম আকর্ষণ করবে এলাকার বাসিন্দাদের এমনটাই আশা আয়োজক কমিটির সদস্যদের। মণ্ডপে থিমের পাশাপাশি প্রতিমায় আনা হয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। থিম শিল্পী এলাকার প্রখ্যাত চিত্রকর মনোতোষ মন্ডল। প্রতিমা বানিয়েছেন মালদার লালু পাল।
বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মুখোশ শিল্প। বিভিন্ন রাজ্য দেশের মুখোশ দিয়ে সেই সমস্ত দেশের লোকসংস্কৃতি কে তুলে ধরা হয়েছে।