সোশ্যাল বার্তা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দু্র্গাপুজো। আর এই দুর্গাপুজোর পঞ্চমীর দিনে অভিনব উদ্যোগ গ্রহণ করলো নদীয়া জেলার কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান ।
কৃষ্ণনগরের সীমান্ত পল্লীতে সংস্থাটির অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। শিশুদের জন্য শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯জন ছাত্র-ছাত্রীকে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
সংস্থাটির সভাপতি অরিন্দম দেব জানান ” প্রতিবছর দুর্গাপুজোর আগে আমরা এ রকম কর্মসূচি গ্রহণ করি । এই বছরে তৈরি হয়েছে আমাদের অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজকের এই কর্মসূচি গ্রহণ করলাম। সবার শারদোৎসব ভালো ভাবে কাটুক এটাই কামনা করি”।