মলয় দে, নদীয়া :- করোনা আবহে বাড়িতে বসে মনের সুপ্ত ইচ্ছায় বানিয়ে ফেলেছে দুর্গা মূর্তি ,স্রেফ কাগজ ,আঠা ও বাড়িতে রাখা জিনিস পত্র দিয়ে।
নদীয়ার রানাঘাট আইশতলা গড়ের বাগানের বাসিন্দা ওই ছাত্রী বয়েস ১৯ তার এক মাসের চেষ্টায় ৮ ইঞ্চি লম্বা ১৯ ইঞ্চি চওড়া দুর্গা প্রতিমা তৈরি করেছে । সরস্বতী, কার্তিক ও লক্ষ্মী গণেশ এর উচ্চতা ৬ইঞ্চি চওড়া ১৫ ইঞ্চি । মা দুর্গার বৈশিষ্ট্য হাতে ত্রিশূল থাকলেও অন্যান্য হাতে অস্ত্রের বদলে দেওয়া হয়েছে রুদ্রাক্ষ যা শান্তি প্রতিষ্ঠার জন্য এমন অভিনব দুর্গা প্রতিমা তৈরি করে খুশি শিল্পী প্রীতি মন্ডল ।ছোটবেলা থেকেই আঁকার ব্যাপারে পারদর্শী থাকলেও এই প্রথম এমন দুর্গা প্রতিমা। কাগজ জলে ভিজিয়ে আঠা মিশিয়ে তার এই দুর্গা প্রতিমা ।