বাল্যবিবাহের প্রতিবাদে সাইকেলে উমলিঙ- লা পৌঁছল পুরুলিয়ার অক্ষয়

News

সোশ্যাল বার্তা : অক্ষয় ভগত, বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার বুরদা গ্রামে। ইতিপূর্বে সাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন। কখনো পরিবেশ বাঁচানোর লক্ষ্যে কখনও বা রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে।

এবারে তাঁর কর্মসূচি। বাল্যবিবাহের প্রতিবাদ ! ৪০১ দিনের যাত্রায় বেড়িয়েছেন ল্যান্ড অফ হাই পাসে’স লাদাখ। অবশেষে সাইকেলে করে পৌঁছে গেলেন বিশ্বের সবথেকে উঁচু রোড উমলিঙলা তে যার উচ্চতা (১৯৩০০ ফুট) যার উচ্চতা মাউন্ট এভারেস্ট এর বেস ক্যাম্প থেকেও বেশি। যাত্রাপথে সাইকেলে সহযোগিতা করেছে ইন্ডিয়ান আর্মি , বিআরও।

জানা যায় বেকআপ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি ছিল। কঠিন রাস্তায় তাঁরাই সহযোগিতা করেন। প্রচন্ড অক্সিজেন এর সমস্যাসহ বিভিন্ন বাধা থাকলেও সবশেষে সক্ষম হন সেখানে পৌঁছাতে। পৌঁছে সেখানে ভারতের পতাকা উত্তোলন করেন।

মোট ৫ জনের দলে ছিলেন অক্ষয় ভগত, পীযূষ মঙ্গা , যোগেশ রাওল , সুমিত ডাঙ্গী , সঞ্জয় শ্রী কুমার। যাদের বাড়ি পশ্চিমবঙ্গ, কেরালা,হরিয়ানা ও মহারাষ্ট্র।

অক্ষয়ের দাবি “আমাদের নামে দুটি রেকর্ড হয় – প্রথম বাঙালি হিসাবে আমি উমলিঙলা সাইকেলে পৌঁছাই ও বিশ্বের প্রথম টিম হিসাবে আমরা পাচঁজন সাইকেলে উমলিঙলা পৌঁছাই”।

১৫ই সেপ্টেম্বর সেখানে পৌঁছানোর পরে বিআরও টুইট করে তা প্রকাশ করে।

অক্ষয় জানান “আমি যখন উমলিঙলাতে সাইকেলে পৌঁছাই জীবনে সবথেকে সুন্দর দিন ছিল সেদিন। খুব ভালো লাগছিলো যে বাঙালি হিসাবে আমি এই কৃতিত্ব করতে পেরে খুব খুশি ,আমি নিজের জেলা কে গর্বিত করতে পেরে আমার জীবন ধন্য মনে করি। আমাদের কাজে বাবাও খুব খুশি”।

Leave a Reply