নদীয়ার শান্তিপুরের তৈরি দুর্গা প্রতিমা পূজিত হয় বিহারে

News

মলয় দে, নদীয়া:- শুধু বাংলা নয়! দূর্গা উৎসব মহাসমারোহে পালিত হয় ভারতের বিভিন্ন রাজ্যেও। বিহারেও নাকি পশ্চিমবঙ্গের থেকে কোনো অংশে কম নয় জানালেন নালন্দা জেলা থেকে আগত হিন্দিভাষী বেশ কিছু যুবক।

বিগত দু’দিন আগে তারা এসে পৌঁছেছেন শান্তিপুরে, তাদের কথা অনুযায়ী কৃষ্ণনগরে থেকে আজ থেকে চার বছর আগে, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চান বেশ কিছু যুবক। আর সেই সূত্রেই তারা জানতে পারেন কৃষ্ণনগর শান্তিপুরের মৃৎশিল্পীদের অসাধারন শিল্পকর্মের কথা। শান্তিপুরের প্রদীপ পালের শিল্পকর্ম তারা এন্ড্রয়েড মোবাইলে দেখে নালন্দা জেলার বীর বালক সংঘের পরিচালনায় লাহিড়ী মহল্লায় ৫১ বছরের পুরনো দুর্গাপুজোর প্রতিমার অর্ডার দেন। পরপর তিন বছর সেখানে ১৫ দিন থেকে প্রদীপ পাল ঠাকুর বানাতেন। কিন্তু গত বছর করোনা আবহে লকডাউনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে শান্তিপুরের তার কারখানায় বানানো শুরু করেন, এ বছরেও তাই। নালন্দার বাসিন্দা বীর যাদব, শানু চৌরাসিয়া, গোলু পাশওয়ানরা জানান বিহারে অনেক মৃৎশিল্পী থাকলে ৬০০ কিলোমিটার পথ লরিতে করে এসেছেন তারা, ত্রিশ চল্লিশ ফুট উচ্চতার প্রতিমা নিয়ে যাওয়া যথেষ্ট বিপদজনক তবুও শান্তিপুরের অসাধারন শিল্পকর্ম তাদের কাছে শ্রেষ্ঠ বলেই জানালেন। পুজোর রীতিনীতি মোটামুটি ভাবে একই হলেও, সেখানে মা পূজিত হন ৯ দিন ধরে।

হালুয়া পুরি ক্ষীর ফলমূল প্রসাদ হিসেবে দেওয়া হয় মাকে, আর সেই প্রসাদ গটা গ্রাম এবং আশেপাশের মানুষজন একসাথে বসে খান ।

Leave a Reply