বিশ্ব প্রাণী দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা

News

সোশ্যাল বার্তা :বিশ্ব প্রাণী দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। ৪ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে কৃষ্ণনগরে কিছু সারমেয় ও গবাদি পশু খাবার দেওয়া হয়।

কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির তন্ময় ঘোষ জানান, সর্বপ্রথম ১৯২৯ সালের ৪ঠা অক্টোবর এই দিনটি পালন করা হয়। বিশ্ব প্রাণী দিবস পৃথিবীর সমস্ত প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য পালন করা হয়।এই দিবসের মূল লক্ষ্য হলো:- প্রথমত: পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে এদের অবস্থার উন্নতি করা।

দ্বিতীয়ত :বিশ্ব প্রাণী দিবস উদ্‌যাপনের মাধ্যমে প্রাণী কল্যান আন্দোলনকে একত্রিত করা।

তৃতীয়ত: একে আন্তর্জাতিকভাবে জোরদার করে পৃথিবীকে প্রতিটি জীবের জন্য উন্নততর বাসস্থান হিসেবে গড়ে তোলা।

চতুর্থত: জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দিবসটিকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে পালন করা হয়।

পঞ্চমত: অধিক জনসচেতনতা এবং শিক্ষার মাধ্যমে বিশ্বকে গড়ে তোলা যেখানে প্রাণীদের সংবেদনশীল প্রজাতি হিসেবে গণ্য করা হয় এবং তাদের কল্যানে প্ৰাপ্য মনোযোগ দেওয়া হয়।
এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পশুদের অবদান অনস্বীকার্য। তথা এই পশুদের থেকে মানবজাতি অনেক উপকৃত হয়।

Leave a Reply