বড়শুল কিশোর সংঘের শ্যামাপূজার সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ভাবে অক্ষমদের ট্রাইসাইকেল সহ কম্বলও শাড়ী বিতরণ

News

পূর্ব বর্ধমান থেকে অতনু ঘোষ: পূর্ব বর্ধমান জেলার বড়শুল কিশোর সংঘের এবারের শ্যামাপূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ।

এদিন এই সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে ৩৬তম শ্যামা পূজার মন্ডপ ও প্রতিমা উদ্বোধনের পাশাপাশি এলাকার দুস্থ মানুষের হাতে ১০০টি কম্বল ও ৫০ টি শাড়ি তুলে দিয়ে দীপাবলির প্রাক্কালে তাদের মুখে হাসি ফোটাবার ছোট্ট চেষ্টা করল এই বড়শুল কিশোর সংঘ।

পুজোর এই কটা দিন সবাই হেসে খেলে বেড়িয়ে আনন্দে মেতে ওঠে।
কিন্তু যারা প্রতিবন্ধী?
তারা কি আনন্দে শামিল হতে পারে?
তাই এবার তাদের কথা চিন্তা করলো বড়শুল কিশোর সংঘ।
এলাকারই এক প্রতিবন্ধীকে তার চলাফেরা সুবিধার্থে ট্রাই সাইকেল প্রদান করে মানবিকতার পরিচয় দিল। এই ট্রাইসাইকেল পেয়ে ওই প্রতিবন্ধী শুধু যে আনন্দে ঘোরাফেরা করবে তাই না হয়তো কিছু আয় রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডি. এস. পি(ডি.এন.টি) সৌরভ চৌধুরী, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস, বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, উপ প্রধান রমেশ চন্দ্র সরকার সহ বর্ষার সঙ্গে সদস্য সদস্যা ও স্থানীয় মানুষজন।

Leave a Reply