বিশ্বকর্মা পুজোয় রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ,স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে উড়ল ঘুড়ি

Social

সোশ্যাল বার্তা :  আধুনিকতার যুগে বর্তমানে  হারিয়ে বসতে চলেছে বাঙালির আবেগ। নতুন প্রজন্মের কাছে ঘুড়ি উৎসবের মাধুর্যতা প্রদানের উদ্দেশ্যে অশোকনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি কুমার দত্ত কুমার জিৎ দত্ত মহাশয় ও অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীমতি শিলা দে র যৌথ উদ্যোগে অশোকনগর রবীন্দ্র সংঘের ময়দানে পালিত হল “ঘুড়ি উড়াই নতুন দিগন্তের আলোকে”।

বিভিন্ন ধরনের ঘুড়ি এখানে দেখা গেল। ঘুড়িতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির নাম লক্ষ্মীর ভাণ্ডার ,স্বাস্থ্যসাথী সহ অন্যান্য।

বিশ্বকর্মা পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড এ প্রাক্তন পৌরপিতা অসিত কুমার দে মহাশয়,যুব সমাজের প্রতিনিধি হিসাবে শুভ্র কর সহ বিভিন্ন অঞ্চলের ঘুরি প্রেমী মানুষজন ও এতদঞ্চলের অধিবাসীবৃন্দ।

Leave a Reply