দেবু সিংহ,মালদা: গাছ থেকে পেরেক মুক্ত করা হলো মালদার গৌড় রোড এলাকায়। দীর্ঘদিন ধরে বিবেক বাহিনীর সদস্যরা এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ইংলিশ বাজার, গাজোল এবং সামসি তে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলছে।
উদ্যোক্তারা জানান , গাছের মধ্যে বিজ্ঞাপন লাগানো জায়গায় অথবা পেরেক লাগানো জায়গায় লক্ষ্য করেছি কোথাও পোকা লেগেছে কোথাও আবার পচনের সৃষ্টি হয়েছে।
এদিন এই ইংলিশ বাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক্তার শুভাশীষ রায়, বিবেক বাহিনীর উপদেষ্টা মন্ডলীর গৌতম যাদব, সহ্ সভাপতি সুজয় পাল সহ সম্পাদক ও অন্যান্য সদস্যরা। জগদীশ চন্দ্র বসু বলেছেন “গাছেরও প্রাণ আছে”। যার প্রাণ আছে তার ব্যাথাও অনুভব হয়, আমাদের শরীরে কাটা মারলে যেমন ব্যথা হয় তেমন গাছেদেরও ব্যথা অনুভব হয়, পরিবেশ রক্ষার স্বার্থে দয়া করে গাছে পেরেক মারবেন না বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।