মানবিক মুখ , প্রান্তিক মানুষদের মাঝে সহযোগিতায় প্রাক্তন কাউন্সিলর

Social

মলয় দে নদীয়া:- পরপর দুবার নদীয়া শান্তিপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের জনগণ নির্বাচিত করেছিলেন সুব্রত ঘোষকে কাউন্সিলর হিসেবে। গত কয়েকদিন আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে পৌরসভা পরিচালনার জন্য গঠিত হয় পৌর পরিষদ। বর্তমানে তিনি প্রাক্তন কাউন্সিলর। কিন্তু অভ্যাসগত কারণেই পদ থাকুক আর না থাকুক, ভোট আসুক আর না আসুক তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে। অনেকেই বলছেন যেখানে বেশ কিছু জনপ্রতিনিধিদের খোঁজ মিলছে না এই সংকটময় মুহূর্তে সেখানে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ঘোষ ২৪ঘণ্টা কর্তব্যরত মানুষের সমস্যার সমাধান করতে।

লকডাউন চলার মধ্যে চতুর্থ কিস্তি সেরে ফেলেছেন কর্মহীন প্রান্তিকদের সহযোগিতার মাধ্যমে। আজ পঞ্চম কিস্তি, বিভিন্ন পাড়ার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াদের লিস্ট বানিয়ে আজ নিজের বাসভবনের সামনে অফিস থেকে মুড়ি তেল বিস্কুট সোয়াবিন চিনি সহ নানান খাদ্যদ্রব্য তুলে দিলেন তাদের হাতে।

তিনি জানান “ছাত্রজীবন থেকেই এ ধরনের কাজ করে অভ্যস্ত, সাধ্যমত মানুষের পাশে দাঁড়ালে নিজেকে ভাগ্যবান মনে হয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ! আগামীতেও এভাবেই থাকবো মানুষের মাঝেই।”

Leave a Reply