মলয় দে, নদীয়া:- ২০১৫ -২০১৬আর্থিক বর্ষে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, সরকারি প্রকল্প বিষয়ে। স্কুল ছুট বন্ধ করছে কন্যাশ্রী, সবুজ সাথী বিভিন্ন সরকারি বৃত্তি, ট্যাব প্রদানের পর অবশেষে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। প্রথম বছরে ৪০ লক্ষ ছাত্রছাত্রীকে এই সবুজ সাথী প্রকল্পের আওতাভুক্ত করার উদ্দেশ্য থাকলেও, বর্তমানে সংখ্যাটা পার হয়েছে এক কোটি।
২০২০ সালের নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের তিন লক্ষ এবং ২০২১ এ নবম শ্রেণীতে পাঠরত ন লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেওয়ার পরেও আগামী নভেম্বর মাসের মধ্যে ১২ লক্ষ সাইকেল প্রদান এর লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার। আর সেই তৎপরতা চলছে বিভিন্ন জেলা জুড়ে। বিশেষত অবশ্যম্ভাবী নির্বাচন এবং উপনির্বাচন ক্ষেত্র গুলিতে সাইকেল প্রদান নির্বাচন বিধি লঙ্ঘিত ও হতে পারে! তার ফলে স্থগিত হতে পারে বেশ কিছু দিনের জন্য। এ বাদেও সাইকেল প্রদানের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে তৎপর জেলা প্রশাসন। সচেতন বিদ্যালয় কর্তৃপক্ষ গুলিও।
নদীয়ার রানাঘাট, নাকাশিপাড়া এবং শান্তিপুর সহ একাধিক এ ধরনের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়, যেখানে সাইকেল প্রাপ্ত হবার পর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে।