মলয় দে, নদীয়া:- সাত দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে প্রশংসিত নদীয়ার রানাঘাটের বাসিন্দা সঞ্জু কুন্ডু। তার দাবি, করোনা প্যান্ডামিকের সময়ে সাধারণ মানুষের দুর্দশার কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, রাজ্যে সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য তিনি যা পরিশ্রম করেছেন তাতে তিনি অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন।
তাঁর তিনটি ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। ছবি আঁকা তার নেশা। তার হাত দিয়ে তৈরি অনেক ছবি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।