নদীয়ায় অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া কর্মসূচি উপলক্ষে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

Social

মলয় দে, নদীয়া :- অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া পার্ট -টু ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো নদীয়ার চাপড়া সীমানগরে ভারতীয় সীমান্তরক্ষীদের। এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ স্থানীয় বাসিন্দা সহ সেনাবাহিনীর জওয়ানরা। আজি ম্যারাথন দৌড়ে পুরুষদের পাশাপাশি মহিলারা অংশগ্রহণ করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেনাদের সু মধুর সম্পর্ক ও শক্তিশালী মনোবল বাড়ানোর জন্যই এই ম্যারাথন দৌড়।

নদীয়ার চাপড়ার সীমানগর ৮ নম্বর ব্যাটেলিয়ান ৫৪ নম্বর ব্যাটেলিয়ান ৮২ নম্বর ব্যাটেলিয়ান এবং ৯৯ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে ১৫০ জনের ম্যারাথন দৌড় শুরু হয় ৮ নম্বর ব্যাটেলিয়ান থেকে তিলকপুর শেষ সীমানা ঘুরে আবার ফের ৮ নম্বর ব্যাটেলিয়ান এসে শেষ হয় ১০ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় ফ্রিডম ইন্ডিয়া সেই উপলক্ষেই এই ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি দল নির্বাচন করেন সেনা আধিকারিকরা। এই তিনটি দলের মধ্যে রয়েছে স্থানীয় যুবক, সেনাবাহিনীর জওয়ান ও মহিলাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে পুরস্কার তুলে দেওয়া হয় এই তিনটি দলের হাতে। মূলত স্থানীয় মানুষ এবং সেনাবাহিনীর মধ্যে মেলবন্ধনের জন্যই এই ম্যারাথন দৌড়।

Leave a Reply