সোশ্যাল বার্তা : প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শুরু হল দুর্গাপূজার সূচনা। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে শুভ দিনে খুটি পূজো করে শুভ উদ্বোধন সারলেন ক্লাব কর্তারা। হলদিয়ার বিগ বাজেটের অন্যতম ক্লাব চৈতন্যপুর এর যুগের যাত্রী ৩৩তম বছরের শুভ সূচনায় খুঁটি পুজো করলেন ক্লাব কর্তারা।
কভিডের বিধিনিষেধ মেনে মঞ্চে প্রদীপ প্রজ্জলন করলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেব প্রসাদ মন্ডল, সুতাহাটা ব্লকের কর্মদক্ষ অভিশেক দাস, শিক্ষা কর্মদক্ষ মিলন পাত্র, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ,অশোক মিশ্র, পার্থ বটব্যাল,ক্লাব সম্পাদক অশোক মাইতি প্রমূখ ।
দুর্গাপূজার সূচনা শুধু খুঁটি পুজোর পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন অনুষ্ঠান করলেন।
যার মধ্যে অন্যতম রক্তদান শিবির। এলাকায় রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় ১০০ জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্ত দান করলেন। রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় । ছাতা মাথায় নিয়ে অতিথিরা যুগের যাত্রী ক্লাবের খুঁটি পুজো উদ্বোধন
যুগের যাত্রী ক্লাবের পক্ষ থেকে স্থানীয় দেউলপোতা ওয়েলফেয়ার অনাথ আশ্রমের শিশুদের পোশাক দান করা হয়। এছাড়া চারা গাছ বিতরণ করা হয়।