সোশ্যাল বার্তা : অশোকনগর কল্যানগড় শিশু উৎসব মানেই শিশুদের আবেগ,সারা বছর ধরে থাকে তার অপেক্ষা।করোনা নামক মহামারির কারনে পৃথিবীর সকল জীবকুলের জীবন সংকটজনক পরিস্থিতির স্বীকার।তবু সমস্ত নিয়ম-কানুন মেনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না হলে ও করোনা আবহে ও বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কুড়ি পেরিয়ে তার আয়োজন একুশে দিয়েছে পাড়ি।আজ ছিল একুশের সমস্ত কর্মকাণ্ডের পরিকল্পনা ও গুনীজন মানুষদের সুচিন্তিত মতামত প্রদান।আগামী সুস্থ হয়ে উঠুক পৃথিবী,আর অশোকনগর কল্যানগড় শিশু উৎসব তার ঐতিহ্য ও গড়িমা ধরে রেখে এগিয়ে চলুক তার বিজয়রথ।