দুর্গাপুজোর খুঁটিপুজোতে রক্তদান শিবির, রক্তদান করলেন ১০০জন

সোশ্যাল বার্তা : প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শুরু হল দুর্গাপূজার সূচনা। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে শুভ দিনে খুটি পূজো করে শুভ উদ্বোধন সারলেন ক্লাব কর্তারা। হলদিয়ার বিগ বাজেটের অন্যতম ক্লাব চৈতন্যপুর এর যুগের যাত্রী ৩৩তম বছরের শুভ সূচনায় খুঁটি পুজো করলেন ক্লাব কর্তারা। কভিডের বিধিনিষেধ মেনে মঞ্চে প্রদীপ প্রজ্জলন করলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেব প্রসাদ […]

Continue Reading