নদীয়ার শান্তিপুরে পাক্ষিক সংবাদপত্র “নদীয়ার পরশমণি”র সূচনা দিবস পালিত হলো

Social

মলয় দে নদীয়া:- ২০১৬ সালের আজকের দিনে নদীয়ার শান্তিপুরের পাক্ষিক কাগজ হিসেবে সুপরিচিত হয়েছিল পূর্বের নদীয়ার যুগবার্তা বর্তমানে নদীয়ার পরশমণি। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে রবীন্দ্র-নজরুল স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান।

শুভ উদ্বোধন হয় সোমা বন্দ্যোপাধ্যায় এবং দিশারী ভট্টাচার্যের সংগীতের মধ্য দিয়ে। এরপর স্বদেশ পাঠ। প্রিয়াঙ্কা ডান্স একাডেমির নৃত্য অনুষ্ঠান, স্থানীয় এবং বহিরাগত পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের সদস্যদের সংবর্ধনা ও তাদের অভিজ্ঞতা ব্যক্ত করার সুযোগ দেওয়া হয়।

যুগনারী সংসদ, একটি শ্রুতি নাটক মঞ্চস্থ করেন।
শান্তিপুর কাশ‍্যপপাড়া চাকফেরা নাট মন্দিরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে দেশবরেণ্য দের বিভিন্ন স্মৃতিকথা, পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা প্রসঙ্গে নানান আলোচনা। পত্রিকার সম্পাদক সঞ্জিত কাষ্ঠ, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক একটি প্রতিবেদন তুলে ধরেন।

Leave a Reply