মলয় দে নদীয়া :-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ই আগস্ট খেলা হবে দিবস শুরু করলেন। আর এই দিবস কে সম্মান জানাতে রানাঘাটের রামনগরের বাসিন্দা শিল্পী মানিক দেবনাথ খেলা হবে দিবস কে স্মরণীয় করে রাখতে তিনি কয়েক রাত পরিশ্রম করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি । এযাবৎকাল মুখ্যমন্ত্রীর অবয়বের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ তিনি সৃষ্টি করেছেন বলেই দাবি করেছেন।
১০ মিলিমিটার উচ্চতার মূর্তিতে আঠা ও রং দিয়ে সামনে ফুটবল তৈরী করেছেন । তার সৃষ্টি এই মূর্তিটি নদীয়া তথা রাজ্যবাসীর উপহার বলেই জানাচ্ছেন তিনি। পাশাপাশি একটি ছোলার ডালের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মায়ের ছবি আঁকলেন মানিক দেবনাথ ১০ রাতে কাজ করে এই মডেল তৈরি করেছেন বলেই জানা গেছে।
মূলত খেলা দিবস কে সামনে রেখে এ প্রজন্মের ছেলেমেয়েরা খেলার প্রতি আগ্রহী হবে বাড়বে মনসংযোগ এবং শারীরিক সুস্থতা এমনটাই মনে করেন তিনি।এর আগেও তিনি অনেক ছোট,ছোট শিল্প কর্মের নিদর্শনের নজির সৃষ্টি করেছেন।