মলয় দে নদীয়া :- বহু ত্যাগ-তিতিক্ষা এবং প্রাণের বিনিময়ে কষ্ট অর্জিত স্বাধীনতা রক্ষার দায়িত্ব দেশের সামরিক বাহিনীর। বিদ্যালয়ে পড়াশোনা সাথেই দেশমাতৃকার রক্ষার কাজেও সমান পারদর্শী করে তোলার দায়িত্ব পালন করে থাকে এনসিসি। কারণ ছাত্রাবস্থা থেকেই শরীরচর্চা নিয়মানুবর্তিতা দায়িত্বে অনড় থাকার অভ্যাস গড়ে ওঠে । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এনসিসি ব্যাটালিয়নে ডক্টর পল্লব পান্ডে মনে করেন নিয়মিত শরীরচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে তার ফলে যুবসমাজ উদ্দীপ্ত হয় রক্ষা পায় দেশ।
তাই নিয়মিত দৌড়, যোগার অভ্যাস গড়ে তোলা হয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। এ ধরনের অনুশীলন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হলেও আজ স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে জনসমক্ষে প্রদর্শিত হয় তা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কল্যাণী মহাবিদ্যালয় এর গেট থেকে দেড় শতাধিক ক্যাডেট হাসপাতাল সিটি সেন্টার ঘুরে দীর্ঘ দুই কিলোমিটার পথ অনুশীলনরত অবস্থায় ঘুরে আসে পুনরায় মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।
ফিট ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে এই কর্মকাণ্ড সম্পন্ন হয়।