নদীয়ায় লালন সাঁইজির ১৩২ তম তিরোধান দিবস স্মরণ

News

অঞ্জন শুকুল, নদীয়া:”সবার উপরে মানুষ সত্য “। আজ তার ১৩২ তম তিরোধান দিবস। এশিয়া মহাদেশের সবথেকে জনপ্রিয় লালন তীর্থ অবস্থিত নদীয়া জেলার ভীমপুরের লালন তীর্থ কদম খালিতে।

৩২ বছর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় গণপতি মজুমদার ও স্থানীয় স্কুলের মাস্টারমশাই করুণাময়ী বাবুর উদ্যোগে সর্বপ্রথম এই মেলা চালু হয়। ধীরে ধীরে এর ব্যাপ্তি দেশ ছেড়ে বিদেশ এর গণ্ডিতেও পাড়ি দেয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে নেপাল মায়ানমার এমনকি আমেরিকা থেকে ভক্তরা আসতে থাকেন এই কদমখালিতে। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মেলায়। গত বছর করোনা পরিস্থিতির জন্য সবার প্রিয় এই মেলা বন্ধ ছিল।

আজ লালন সাইজির ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে ভোর ৪ টা ৫৫ মিনিটে ১৩২টি ধূপকাঠি জ্বালিয়ে তার বেদীতে মালা পরিয়ে এবং লালনগীতির মাধ্যমে তার প্রয়াণ দিবস পালন করলেন লালন তীর্থ কদমখালির সদস্যবৃন্দ।

Leave a Reply