প্রথা ভেঙে কল্যাণীর এক শিক্ষিকার বাড়ির মনসা পূজা ! মন্ত্র পড়লেন চার মহিলা পুরোহিত

News

মলয় দে নদীয়া:- কল‍্যাণীতে শিক্ষিকার বাড়িতে মনসা পূজো করলেন চার জন মহিলা পুরোহিত। চিরাচরিত প্রথা ভেঙে প্রায় ৩২ বছরের মনসা পূজো এই বছরে মহিলা পুরোহিত দিয়ে করালেন কল্যাণীর বাসিন্দা প্রাক্তন শিক্ষিকা মুক্তি সেন ভাওয়াল।

কল্যাণী আদালতের আইনজীবী রাখি ভট্টাচার্য্য নদীয়া জেলায় মহিলা পুরোহিত টিম গঠন করে পুজো প্রচলন শুরু করলেন। প্রধান পুরোহিত রাখি ভট্টাচার্য জানান এই বছর একটি দূর্গা পূজা করবার ডাকও পেয়েছে তারা।

এই মহিলা পুরোহিতদের পূজাকে কেন্দ্র করে কল্যাণীA-10/202 বাড়ির পড়শীরা উৎসাহ প্রদান করেছেন। চাকদহ কলেজের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা।

Leave a Reply