নিউজ সোশ্যাল বার্তা, মলয় দে নদীয়া:-গত ৬-৮ ই ডিসেম্বর ২০১৯, শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে নির্মলেন্দু লাহিড়ী মঞ্চ এবং মাঠে অনুষ্ঠিত হলো শান্তিপুর সাজঘর নাট্যোৎসব ২০১৯। এবছর তাদের চতুর্থ তম বর্ষ। বাংলার বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০ টি দল অংশগ্রহণ করেন। যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা, দেশের মধ্যে নিরুদ্দেশ, হন্যমান, জল বুড়োর গল্প কথা, অন্ধকারের নদী, প্রকৃতি চণ্ডালিকা, সংগীত, কুকুরের লেজ, পালা শেষের গান এর মত বিখ্যাত নাটক প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। উদ্যোক্তারা জানান থিয়েটার নাটক থেকে বর্তমান প্রজন্মর ছেলেমেয়েরা অনীহা প্রকাশ করে বলেই আমরা জানি। কিন্তু তাদের সামনে উপস্থাপিত করলে, তারাও আগ্রহী হন দর্শক হিসেবে। এবারের নাট্যমেলা সেটাই প্রমাণ করলো।