NRC’র প্রতিবাদে নদীয়া জেলার শান্তিপুরে রাস্তায় নামল অরাজনৈতিক সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা , ৯ই ডিসেম্বর ২০১৯, মলয় দে নদীয়া:– স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু্র আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত বেশ কিছু বছর আগে তৈরি করেছিলেন স্বামীজি নেতাজি ইয়ুথ সোসাইটি। পরিবেশ এবং সামাজিক বিভিন্ন রকম অনুষ্ঠান করতেন নিয়মিত। গরিবের স্বার্থ ক্ষুন্ন হলেও, আইনি পরিষেবা সহ তীব্র প্রতিবাদ করতে দেখা যায় এই সংগঠন কে।

এবারে সরাসরি রাস্তায় নামলেন তারা। এন আর সি বাতিলের পক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার উদ্দেশ্যে, গতকাল বিকেলে শান্তিপুর ডাকঘর মোড়ে শান্তিপুর বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কর্মী নিয়ে আয়োজিত হয় এই পথসভা ।