স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের সীমান্ত গুলিতে কড়া নজরদারি

Social

মলয় দে, নদীয়া:- কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক মেলবন্ধনে স্বাধীনতার প্রাক্কালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সীমান্ত রক্ষার ক্ষেত্রে ।

নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকা দীর্ঘ ৪২ কিলোমিটার । দীর্ঘ এই সীমান্তবর্তী এলাকা তে প্রতিদিন চলে পুলিশের টহলদারি ও নাকা চেকিং। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এবং দেশের নিশ্চিদ্র নিরাপত্তা রক্ষার্থে স্বাধীনতা দিবসের পূর্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য এবং কেন্দ্র।শুধু পুলিশ নয় সাথে বিএসএফকে সঙ্গে নিয়েও এবার থেকে চলবে রাতে টহলদারি এবং নাকা চেকিং।

গতকাল কৃষ্ণগঞ্জ থানা তে বিএসএফ আধিকারিক এবং ডিআইজি পুলিশ এবং কৃষ্ণগঞ্জ আই সির উদ্দোগে আলোচনা সভা হয় । প্রশাসনিক মহলের মধ্যস্থতায় আজ থেকে কৃষ্ণগঞ্জ এলাকায় এবং সীমান্তবর্তী এলাকায় পুলিশ এবং বিএসএফের উদ্যোগে রাতে চলবে টহলদারি এবং নাকা চেকিং । প্রশাসনিক মহল সূত্রে খবর যে সীমান্তবর্তী এলাকা হওয়ার দরুন অনেক সময় চোরাচালানকারীরা এখান দিয়ে এই পথ অনুসরণ করে তাই তাদেরকে হাতেনাতে ধরতে এবং এলাকায় চোরাচালানকারীদের রুখতে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে ।তবে পুলিশ এবং বিএসএফ দুতরফেই আশাবাদী এই পরিকল্পনার দরুন অনেক মানুষই উপকৃত হবেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে ।

Leave a Reply