মহিলা ফুটবল টুর্নামেন্ট

Social

দেবু সিংহ মালদা : মালদহের চাঁচল থানা এলাকার গালিমপুর সমাজ প্রগতি ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল গত বৃহস্পতিবার। এদিন সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে গালিমপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় একদিনের টুর্নামেন্ট। এদিন আলাল মহিলা ফুটবল একাদশ বনাম হরিশ্চন্দ্রপুর ফুটবল একাডেমী একাদশ খেলায় অংশগ্রহণ করে।

এই টুর্নামেন্টে আলাল মহিলা ফুটবল দল ট্রাইবেকার ৩-০ গোলে হরিশ্চন্দ্রপুর মহিলা একাদশকে পরাস্ত করে। এই মহিলা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ম্যান অফ দ্য ম্যাচ হন বিজয়ী দলের ডলী কেরা ও বেস্ট প্লেয়ার কবিতা মুন্ডা।

Leave a Reply