নদীয়ার শান্তিপুরে মুরগির খাঁচা থেকে উদ্ধার গোখরো সাপ

Social

মলয় দে, নদীয়া:- নাগপঞ্চমী! নদীয়ার শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের ঢাকা পাড়ার বাসিন্দা সজল দেবনাথ এর বাড়িতে ছোট একটি মুরগির ফার্মের খাঁচা বদ্ধ বাচ্চা মুরগি খেতে হয়তো ঢুকে পড়েছিলো মাঝারি গোখরো সাপ!

সকাল হতেই ওই বাড়ির গৃহবধূ মুরগিকে খাবার দিতে গিয়ে প্রথম লক্ষ্য করেন ফণা তুলে রয়েছে ওই সাপটি। এরপর বনদপ্তরে ফোন করার দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হলেও অবশেষে এসে পৌঁছান তারা। মুরগির খাঁচার মধ্যে আটকে থাকা অভিশাপ থেকে উদ্ধার করে তারা বাহাদুরপুর বিশে হস্তান্তর করবে বলে জানা গেছে। বিলম্ব হওয়ার কারণে দুশ্চিন্তায় থাকা ওই পরিবার বর্তমানে স্বস্তি মিলেছে বলেই জানিয়েছেন।

Leave a Reply