দীঘার জল হঠাৎ কর্দমাক্ত ! হতাশ পর্যটকরা

News

সোশ্যাল বার্তা:  ১৫ই আগস্ট এর আগে দিঘাতে পর্যটকের ঢল নামলো, কিন্তু আনন্দে দীঘা বেড়াতে আসা পর্যটকের আনন্দটাই যেন মাটি হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলা  মুর্শিদাবাদ,কোলকাতা,হাওড়া সহ প্রভৃতি বিভিন্ন জেলা থেকে যে পর্যটকরা এসেছিলেন দীঘার সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে আজ সেই সমুদ্রে ঢেউ তেমন নেই অনেক পর্যটককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বাড়ি।

পর্যটকরা জানাচ্ছেন, সমুদ্রের জল একে বারে ঘোলা । স্নান করতে গেলে চোখে মুখে কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কাদাযুক্ত কালো জল, এই ঘোলা জলে বাচ্চারা স্নান করতেই বমি করে ফেলছে, প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে যে এই জোয়ার আসার সাথে সাথে সমুদ্রে স্নান করা যাবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। সমুদ্রস্নানের ক্ষেত্রে তাই কিছুটা হলেও নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে আগত করোনার ঢেউ কে উপেক্ষা করে।

যারা ১৫ই আগস্ট এর ছুটি কাটাতে দীঘা বেড়াতে এসেছিলেন , তাদের আনন্দটাই মাটি।

Leave a Reply