মলয় দে নদীয়া :- কেউ ক্র্যাচে ভর করে চলে, কেউবা হুইল চেয়ার বা ট্রাই সাইকেলে, অনেকে কথা বলতে পারেন না অনেকে আবার দৃষ্টিহীন , শারদীয়া উৎসব উপলক্ষে এক মাস আগে থেকে বিভিন্ন জামা কাপড়ের দোকান সহৃদয় মানুষের কাছে গিয়ে আবেদন করেছিলেন, সারা শান্তিপুরের দেড় শতাধিক বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোটাতে চান তারা। আর এই আবেদনে সারা দিয়ে শান্তি কর এক নম্বর কলোনির ব্যবসায়ী জনি সাহা র অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই সংগৃহীত বস্ত্র আজ শান্তিপুরের একটি প্রতিবন্ধী সংগঠন , বাবলা অঞ্চলে তাদের সাংগঠনিক কার্যালয়ে র মাঠে উপহার তুলে দিলেন।
এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ছুটে এসেছিলেন, শান্তিপুরের বেশ কয়েকটি সামাজিক সংগঠন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, বিদ্যালয় শিক্ষক এবং বহু গুণীজন। সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, শুধু উৎসবে মৌসুমে নয়, অতিমারির ভয়ংকর পরিস্থিতির সময়, তারা শান্তিপুর ব্লকের ছটি পঞ্চায়েতেই ঘুরে ঘুরে প্রান্তিক পরিবারের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। সারা বছর নিয়মিত বিশেষভাবে সক্ষমদের সরকারি অনুদান, ভাতা জীবন জীবিকা স্বাস্থ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক দায়িত্ব পূরণের কাজ করে থাকেন। তবে উৎসবে বড়দের তুলনায় শিশুদের আবেগ থাকে অনেক বেশি তাই তাদের মুখে হাসি ফোটাতেই আজকে বিভিন্ন এলাকার দেড় শতাধিক শিশুদের নতুন বস্ত্র প্রদান করা হলো।