দেবু সিংহ,মালদা: নাশকতা রুখতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাকা চেকিং শুরু হয়েছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। বিশেষ করে জেলায় প্রবেশদ্বার যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেখানে নাকা চেকিং করা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে। গাজলের ময়না, বৈষ্ণবনগরের ১৮ মাইল, বামনগোলার নালাগোলা, মানিকচক, বাঁধাপুকুর সর্বত্র নাকা চেকিং হচ্ছে। এছাড়া জেলা সদর রথবাড়িতেও সন্দেহজনক যানবাহন থামিয়ে নাকা চেকিং করা হয় এদিন।
মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে মালদা জেলার প্রবেশ দ্বার রাস্তা গুলিতে নাকা চেকিং করা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে।