বিদ্যালয়ের মিড ডে মিল এর চাল উদ্ধার প্রধান শিক্ষকের বাড়ির চাল কল থেকে ! প্রকাশ্যে অন্যায় স্বীকার শিক্ষকের

Social

মলয় দে নদীয়া :-  বিদ্যালয়ের মিড ডে মিল এর চাল উদ্ধার প্রধান শিক্ষকের বাড়ির চাল কল থেকে ! প্রকাশ্যে অন্যায় স্বীকার শিক্ষকের । নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দী পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায় , মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের দায়িত্বে থাকা এক শিক্ষককে চাল সমেত হাতেনাতে ধরলেন এলাকাবাসী।

এলাকাবাসীদের দাবি, শিক্ষক রফিক মন্ডলের নিজস্ব চাল কল রয়েছে, সেখানেই নিয়মিত বস্তা বস্তা চাল রাতের অন্ধকারে পাচার হয়। এলাকাবাসী এযাবৎকাল তা ধরতে চেষ্টা করলেও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে প্রতিবাদী অভিভাবকদের দমিয়ে রাখতেন তিনি। কিন্তু অভিভাবকরা সঙ্ঘবদ্ধ হয়ে , গতকাল সন্ধ্যায় একটি চালের বস্তা বিদ্যালয় থেকে নিয়ে এসে তার চালফলে রাখতে দেখার সাথে সাথে, সকলে ঘিরে ধরেন এবং মোবাইলে তা ক্যামেরাবন্দী করেন।

রফিক মন্ডল নামে , পাঁচপোতা নতুন পাড়ায় এম এস কে বিদ্যালয়ের মিড ডে মিলে দায়িত্বে থাকা ঐ শিক্ষক প্রকাশ্যে ক্ষমা চান, যা নেট দুনিয়ায় ভাইরাল। ওই শিক্ষককে বলতে শোনা যায় তিনি ভুল করেছেন, এ বিষয়ে আর জানাজানি যাতে না হয় তার জন্য তিনি হাতজোড় করে ক্ষমা চান।
পার্শ্ববর্তী একটি এসএসকে তে দায়িত্বে তার স্ত্রী, ছেলে বড় মাপের ডাক্তার। তা সত্ত্বে ও কেন এই চুরি, তা বলতে ক্যামেরার সামনে জবাব দিতে অস্বীকার করেন প্রধান শিক্ষক।

তবে অতীতে চালের বস্তা চুরি হয়ে যাওয়ার কোনো ঘটনা তিনি স্বীকার করেননি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে জানান এলাকাবাসী। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, শিক্ষককে মিড ডে মিলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ক্ষিপ্ত অভিভাবকদের, প্রশ্ন চাল চোর শিক্ষকের কাছ থেকে তাদের পরবর্তী প্রজন্ম কি শিক্ষা পাবে? তাই শিক্ষকের অবসর দাবি করে ওই স্থানে ন্যায় নিষ্ঠাবান শিক্ষকের নিয়োগ দাবি করেছেন তারা।

এ বিষয়ে পঞ্চায়েত সদস্যা নাজিমা বেগমের স্বামী আলতাফ হোসেন শেখ জানান, বিষয়টি নিয়ে এর আগেও প্রধান শিক্ষক কে বারণ করা হয়েছিলো। এবারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যে সিদ্ধান্ত নেবেন, তাই মেনে নেওয়া হবে। সাধারণ মানুষের দাবি , সবার উপরে।

Leave a Reply