দেবু সিংহ,মালদা: মালদা জেলার শিল্প কারখানা গুলির পাশাপাশি বিভিন্ন কোল্ড স্টোর, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পেট্রোল পাম্প গুলিতে মহাসাড়ম্বরে আয়োজন করা হল যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজোর। এই মর্মে শনিবার সকাল থেকেই জেলার বড় বড় শিল্প কারখানা এবং কোল্ড স্টোর গুলিতে বিশ্বকর্মা পুজোয় ব্রত হতে দেখা গেল জেলা ব্যবসায়ী মহলকে। ঠিক সেই রকমই কমলাবাড়ি এলাকায় উপস্থিত জেলার অন্যতম কোল্ড স্টোরে এদিন অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজা। উপস্থিত ছিলেন মালদা কোল্ড স্টোর অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা।
তিনি জানান আজ জেলার সমস্ত শিল্প কলকারখানা, পেট্রোল পাম্প, কোল্ড স্টোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পূজো অনুষ্ঠিত হচ্ছে। জেলা সহ রাজ্যব্যাপী আরো যাতে বেশি করে শিল্প কলকারখানা গড়ে উঠে এই প্রার্থনা করি।