দিঘা যাচ্ছেন সাবধান ! মাস্ক না পরলে দিতে হচ্ছে জরিমানা

Social

সোশ্যাল বার্তা:  মাস্ক না পরলে দিঘার থানায় ধরে নিয়ে এসে ধার্য করা হচ্ছে ফাইন। জেলা পুলিশের নির্দেশে বৃহস্পতিবার থেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো পর্যটকদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার মিলে ৫০ জনের বেশি পর্যটককে আটক করেছে দিঘা থানার পুলিশ।

জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘বেলাগাম পর্যটকদের সতর্ক করতেই প্রাথমিক ভাবে এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ২৮ জন এবং শুক্রবার আরও ২২ জনকে আটক করা হয়। প্রত্যেকের বিরুদ্ধেই সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। তাই সংক্রমণ আটকাতে সৈকতের পর্যটনে বিশেষ বিধি লাগু করা হয়েছে। গত সোমবার থেকে সৈকতের হোটেলে থাকার হয়েছে ভ্যাকসিনের জোড়া ডোজের সার্টিফিকেট অথবা ৪৮ ঘণ্টা আগের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে। নির্দেশ জারির পাশাপাশি তা কার্যকর করতে হোটেল, লজে তল্লাশি এবং পর্যটন শহর জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি বেলাগাম পর্যটকদের সতর্ক করতে গত কয়েকদিন ধরে মাইকযোগে লাগাতার করোনা বিধি মেনে চলার ব্যাপারে প্রচারও চালায় পুলিশ।

অভিযোগ একাংশ পর্যটক তবুও মাস্ক, স্যানিটাইজার  ছাড়াই খোলা মুখে সৈকতের ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে শুরু হয়েছে ধরপাকড়।

Leave a Reply