ভারী বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত

Social

পূর্ব মেদিনীপুর ঃ নিজে সটান হাজির হয়নি ঠিকই। কিন্তু রীতিমতো প্রভাবশালী’র ভূমিকা নিয়েছে গভীর নিম্নচাপ এবং এমনই সক্রিয় তার প্রভাব যে, মৌসুমি অক্ষরেখা একেবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির মাথার উপরে এসে থিতু হয়ে গিয়েছে। দোসর হয়েছে গভীর নিম্নচাপেরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প। তাদেরই যুগলবন্দীতেই বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চলছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। কিন্তু ভারী বৃষ্টি হলেই জলে ভাসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের সাহাড়া, বেনাচাকরি, ছত্রী, মহাবিশ্রা, ভার্সালিয়া, নেহেলিয়া, রাসন, বিলবড়া, বাইয়া, তামলদা, বর্তনা-সহ বহু গ্রাম। এবারও তার ব্যতিক্রম হল না। এগরা- কুদি রাজ্য সড়ক জল যন্ত্রণায় অবরুদ্ধ। রাজ্য সড়ক না কি নদী কিছু বোঝার উপায় নেই। এর ফলে কার্যত অঘোষিত বন্ধের চেহারা নেয় এগরা- রামনগর রাজ্য সড়কের রাসনে। অভিযোগ, টানা বৃষ্টিতে এগরা-১ বিডিও অফিস সংলগ্ন রাসনে মেন রোড রাসনে জলে অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল প্রায় বন্ধ। দুর্ভোগে নাজেহাল নিত্যযাত্রী- সহ আমজনতা। এগরা-১ ব্লকের অনেক নিচু এলাকায় ধান, আনাজের জমিতে জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে অবশ্য প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করেছেন। তবে এখনও পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি বলে দাবি স্থানীয় এলাকার বাসিন্দাদের। এ বিষয়ে এগরা-১ ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানিয়েছেন, এলাকাগুলোর উপরে নজর রাখছে ব্লক প্রশাসন। কিছু রাস্তাঘাট, ধান, আনাজ ক্ষেত জলের তলায় চলে গিয়েছে। তবে চাষিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা ব্লক প্রশাসনের তরফে সতর্কতা জারি করে পঞ্চায়েত গুলিকে নজর রাখতে বলেছি।”

Leave a Reply