মলয় দে নদীয়া:- কোভিড আবহেই রাজ্যে আজ নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কোভিড অতিমারী কালে রাজ্যে প্রথম আয়োজন করা হয়েছে এত বড় পরীক্ষার। বাড়ি থেকে অনলাইনে নয়! পরীক্ষাকেন্দ্র হাজির থেকে পরীক্ষার্থীদের দিতে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এবছর মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫। পরীক্ষার্থীদের জন্য আজ রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পরীক্ষার্থীদের সুবিধার্তে মিলবে বাস পরিষেবাও। এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তারা।
পূর্ব রেলের মতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো মেট্রোও। আজ গোটারাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তাই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মেট্রো রেলের যে মেইনটেনেন্স স্পেশাল ট্রেন চলবে সেই ট্রেনে উঠতে পারবেন জয়েন্ট পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। তবে সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড ।
নদিয়ার কল্যাণীর ছটি সেন্টারসহ নদীয়া আরো বেশ কয়েকটি বিদ্যালয়ে শুরু হলো এই পরীক্ষা। কল্যাণীর একটি বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে জানা যায় যাতায়াতে সরকারি ব্যবস্থা থাকলেও অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেল বা ভাড়া করা গাড়িতে উপস্থিত হয়েছেন পরীক্ষাকেন্দ্রে। সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত মাঝে এক ঘন্টার জলপান বিরতির পর আবার দুটো থেকে চারটে পর্যন্ত সময় সময়সীমাতে সমাপ্ত হবে এই পরীক্ষা। প্রথমার্ধে ভৌত এবং রসায়ন বিজ্ঞান এবং দ্বিতীয়ার্ধে গণিত। তবে এই পরিস্থিতির মধ্যেও সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এত বড় পরীক্ষার আয়োজনে উৎসাহিত ছাত্র-ছাত্রীরা! খুশি সকল অভিভাবকরাই।