করণার প্রকোপ থেকে বাঁচতে গৃহবন্দির জন্য অভিনব প্রচার সমাজসেবীর

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের এক নম্বর নতুন ফুলিয়ার বাসিন্দা অরবিন্দ প্রামাণিক করোনা সচেতনতার জন্য অভিনব প্রচারের এর উদ্যোগ নিয়েছেন ।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করোনা বিপদ থেকে মানুষকে গৃহবন্দি করার প্রয়াস হিসাবে দেহের চারদিকে পিচবোর্ড লাগিয়ে এবং মাথার উপরে একটি হাঁড়িতে করোনা ভাইরাস অংকিত ছবি নিয়ে ‌ ঘুরে বেড়ান ফুলিয়া বাজার সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন “ঘরে থাকুন,বাইরে বেরিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না”।

এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত ভূলু মাস্টারই অরবিন্দ প্রামানিক। তিনি জানান যতদিন পর্যন্ত লকডাউন থাকবে , ততদিন তিনি এ প্রচার চালিয়ে যাবেন। পেশায় প্রাক্তন শিক্ষক অরবিন্দ বাবু বিগত তিন দিনে পায়ে হেঁটে অনেকটাই পৌঁছেছেন সাধারণ মানুষের কাছে।

Leave a Reply