ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির গাছ বিতরণ ও গাছবাবাকে শ্রদ্ধাঞ্জলি

Social

মলয় দে, নদীয়া:- গাছবাবা নামে পরিচিত অক্ষয় কৃষ্ণ মহাশয়কে শ্রদ্ধা জানাতে নবদ্বীপ শহরে বৃক্ষরোপণ কর্মসূচি ও শহরবাসীর মধ্যে একশো চারাগাছ বিতরণ করলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা।

বনমহোৎসবের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অক্ষয়বাবু। তিনি সকলের কাছে গাছবাবা হিসাবেই পরিচিত ছিলেন। নবদ্বীপ শহরের ভাগীরথী নদীর ধারে যে সবুজ গাছপালা দেখা যায় তা এই গাছবাবারই অবদান। তাই গাছবাবাকে স্মরণীয় করে রাখতে এবং সকল শহরবাসীকে পরিবেশে তাঁর অবদান তুলে ধরতে পথে নামলো যুক্তিবাদী সমিতি।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন,
” নবদ্বীপের গাছ পাগল বা গাছবাবা নামে পরিচিত অক্ষয়কৃষ্ণ ব্রহ্মচারীকে শ্রদ্ধা জানাতে নবদ্বীপবাসীর মধ্যে গাছ বিতরণ এবং পরিবেশ ও সবুজ-রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি পরিবেশ সচেতন ও বনসৃজনে আগ্রহী করে তোলার জন্য আমাদের এই উদ্যোগ। বন ও গাছপালা ধ্বংসের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম ও মানব-সভ্যতা রক্ষার জন্যই আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন তা আমরা শহরবাসীকে দীর্ঘদিন থেকেই বুঝানোর চেষ্টা করছি। ”

যুক্তিবাদী সমিতির পক্ষে গণেশ দেবনাথ বলেন, ” সমাজে অক্ষয়বাবুর মতো মানুষরা চিরকাল নীরবে সমাজের জন্য কাজ করে যান, পরিচয়হীনভাবেই। নিঃস্ব, সহায় সম্বলহীন মানুষটার পরিবেশের প্রতি যে অবদান তা আমাদের অনুপ্রাণিত করে। ”

এছাড়াও সমিতির সদস্যরা স্থানীয় মানুষ জনকে বুঝানোর চেষ্টা করেন গাছের গুরুত্ব, গাছ না থাকলে কি হতে পারে, গাছ কেনো সংরক্ষণ করা প্রয়োজন, বন ও অরন্য ধ্বংস হলে মানব জীবনে তার কি কি প্রভাব পড়তে পারে ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আরও অনেক সদস্যগণ — সোমনাথ ব্যানার্জি, সমীর রঞ্জন সাহা, সোমনাথ রায়, তপন ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই পোস্টার হাতে দাঁড়িয়ে গাছবাবাকে শ্রদ্ধা জানায় এবং গাছবাবার গুরুত্ব সকল শহরবাসীর কাছ তুলে ধরা হয়।

Leave a Reply