ভরদুপুরেই সন্ধ্যা ! প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায়

Social

রমিত সরকার : ভরদুপুরেই সন্ধ্যা নামল কলকাতায়। প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায়।এর আগে বুধবার দুপুর আড়াইটের পর থেকেই প্রবল বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি ২৪ পরগনা, হাওড়াতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছিল,কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি মারাত্মক বজ্রপাত শুরু হয়।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহব্যাপী রাজ্যে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply