মলয় দে, নদীয়া:- বর্তমানে চলছে করোনার দ্বিতীয় ঢেউ ফলে করোনা কালে প্রবল রক্তের সংকট কিছুটা মেটাতে নবদ্বীপ ব্লাড ব্যাংকেই রক্তদান শিবিরের আয়োজন করল শচীন-সৌরভ ফ্যান ক্লাব ও নবদ্বীপ ব্লাড সেন্টার।
শনিবার সকাল ১১ টা থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের কম্পাউন্ডে অবস্থিত নবদ্বীপ ব্লাড ব্যাংকের কম্পাউন্ডে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে শচীন-সৌরভ ফ্যান ক্লাবের কর্মী ও সদস্যরা। সেখানে ৩০ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করলেন। এই রক্তদান শিবিরে কিছুটা হলেও রক্তের সংকট মেটাবে বলে বিশ্বাস শচীন-সৌরভ ফ্যান ক্লাবের সদস্যদের। কৃষ্ণনগর,হবিবপুর সহ একাধিক জায়গা থেকে রক্তদাতার এসে রক্তদান করেন।
নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মী তরুণ মাঝি জানান বর্তমানে রক্ত সংকট চলছে ফলে ব্লাড সেন্টারে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। আমাদের ও ক্লাবের ডাকে সাড়া দিয়ে দুর-দূরান্ত থেকে রক্তদাতারা হাজির হন। সবাই ধন্যবাদ জানাই। সবাইকে বেশী বেশী করে রক্তদান শিবির করার জন্য আহ্বান জানাই।