ঐতিহ্যবাহী চারু শেঠের মেলা ! কাঠের আসবাবপত্র মূল আকর্ষণ

Social

দেবু সিংহ,মালদা-সোমবার সন্ধে থেকে শুরু হল পুরাতন মালদার ঐতিহ্যবাহী চারু শেঠের মেলা। চলবে ৫ দিন ধরে।

পুরাতন মালদা ব্লকের মহানন্দা ও কালিন্দ্রী নদীর সঙ্গমস্থলে মোগলটুলি এলাকায় এই মেলা মিলন মেলায় পরিণত হয়েছে। ৩০০ বছরেরও পুরনো মেলা। এই মেলার মুখ্য আকর্ষণ রকমারি কাঠের আসবার পত্রের বিকিকিনি। এই মেলার স্রষ্টা ছিলেন তৎকালীন জমিদার চারু শেঠ। তাঁর নামেই এই মেলার নাম। আজ তাঁর সৃষ্ট মেলায় কাঠের তৈরি আসবারপত্র কেনাবেচা অন্যতম আকর্ষণ। শুধু মালদা নয়, ভিনজেলা থেকেও আসবারপত্র নিয়ে আসেন বিক্রেতারা।

Leave a Reply