গাছ থেকে পেরেক ও বিজ্ঞাপন মুক্ত করছে হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের সদস্যরা

Social

সোশ্যাল বার্তা: করোনা সংক্রমণের সময়ে অক্সিজেন কতটা জরুরি তা বুঝতে পেরেছে আমজনতা। তবে বেশিরভাগ সময়েই দেখা যায় বড় বড় গাছে পেরেক দিয়ে পুঁতে রাখা হয় বিভিন্ন রকম বিজ্ঞাপন। যেমন নদীয়া জেলার  হাঁসপুকুরিয়া গ্রামের বেশ কিছু গাছকে বিভিন্ন সংস্থা ও দোকানের পোস্টারে মুড়ে ফেলা হয়েছিল।

বুধবার হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের উদ্যোগে সেই সমস্ত গাছ গুলিকে বিঞ্জাপন মুক্ত করার অভিযান চালানো হয়। হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের সদস্যরা গাছগুলি থেকে পোস্টার ও পেরেক মুক্ত করে ।

স্পোর্টিং ইউনিয়নের সম্পাদক অভীক বিশ্বাস বলেন ” মনে রাখতে হবে গাছ আমাদের বন্ধু । সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করা ও গাছের জীবন বাঁচানোর এ জন্যই আমাদের এই উদ্যোগ। এই সমস্ত পোস্টার পেরেক দ্বারা লাগানোর পর আস্তে আস্তে গাছের ওই অংশ পচে নষ্ট হয়ে যায়। কর্মসূচি চলতে থাকবে এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে”।

Leave a Reply