মলয় দে, নদীয়া :- গতকল দুপুর ১ টা নাগাদ নদীয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত হাঁসখালি ব্লকে একটি পেট্রোল পাম্পের সামনে নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করতে দেখা যায় পেট্রোলপাম্পে আগত আরোহীদের।
এ প্রসঙ্গে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রাকেশ পাড়ুই জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে, নদীয়া জেলা ছাত্র পরিষদ কো-অর্ডিনেটর সুপ্রিয় চন্দ্রের উদ্যোগে এ ধরনের আয়োজন করা হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, এই এলাকার সাংসদ এবং বিধায়ক দুজনেই বিজেপি টিকিটে জয়লাভ করেছেন, দিল্লির রাজভবনে তাদের নিত্য যাতায়াত ! অথচ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, কিন্তু তাদেরর কোনো ভূমিকা নেই! তাই সাধারণ মানুষের চেতনা জাগ্রত করতে, এবং এই অভিনব প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরো সংঘটিত আন্দোলন গড়ে তুলব আমরা।