মলয় দে, নদীয়া :- মূলত খেলাধুলা কেন্দ্রিক সামাজিক সংগঠন বন্ধু গড়ে উঠেছিল বেশ কয়েক বছর আগে! করোনা পরিস্থিতির মধ্যেও, ক্রীড়া অন্যান্য সামাজিক কাজকর্মের কৃতিদের পাশে থাকতে চেষ্টা করে তারা। কিছুদিন আগেই জেলাজুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিলো, আর তা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ হন তারা নিজেরাই করবেন রক্তদান শিবির।
আজ শান্তিপুর সূত্রাগড় চুনুরিপাড়ায় ৪৬ জন রক্ত প্রদান করেন। বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আগামীর পরিকল্পনা গ্রহণ করেন তারা। রেড ভলেন্টিয়ার সদস্যদের এবং এ সময় জীবন বাজি রেখে মানুষের পাশে থাকা বেশ কিছু ফ্রন্টলাইন ওয়ার্কারদের সংবর্ধনা দেন তারা।